কোভাস পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন কী বললেন প্রধানমন্ত্রী?

0
1
  • এদিন যে হাইটেক পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন হল, তাতে কলকাতা, মুম্বই ও নয়ডা উপকৃত হলো
  • এখানে পরীক্ষা কেন্দ্রের যা ক্ষমতা তার সঙ্গে আরো ১০ হাজার পরীক্ষার ক্ষমতা বাড়ল
  • এই অত্যাধুনিক পরীক্ষাকেন্দ্রগুলি শুধু কোভিড নয়, এইচআইভি, হেপাটাইটিস বি-সির পরীক্ষার জন্য অত্যন্ত নির্ভরযোগ্য
  • অন্যান্য দেশের তুলনায় ভারত যথেষ্ট দ্রুত করোনা পরিস্থিতি সামলে নিয়েছে
  • এখানে মৃত্যুর হার যথেষ্ট কম
  • এখানে প্রচুর লোক সুস্থ হয়ে যাচ্ছেন
  • এখন খুব দ্রুত করোনা ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার উন্নতি প্রয়োজন
  • এইজন্যই কেন্দ্র ১৫ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করে দিয়েছে
  • জানুয়ারির তুলনায় এখন দেশে কোভিড পরীক্ষার সংখ্যা অনেক বেড়েছে
  • দেশে এখন তেরোশো ল্যাবে পরীক্ষা হচ্ছে
  • ভারত যেভাবে করোনা সঙ্গে লড়াই করেছে সেটা একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে
  • ছ’মাস আগে দেশে একটিও ইপিপি কিট তৈরি হত না
  • ভারত এখন পিপিই কিট তৈরিতে বিশ্বের মধ্যে দ্বিতীয়
  • আগে বেশি n95 মাস্ক তৈরি হত না, এখন সেটা দেশে তৈরির পরে রফতানিও করতে পারছে
  • অত্যন্ত কম সময়ে ভারতের স্বাস্থ্যকর্মীরা করোনা মোকাবিলায় দক্ষ হয়ে উঠেছেন
  • জেলা এবং গ্রামগুলিতে চাহিদা এবং জোগানের ভারসাম্যে আরও উন্নতি করতে হবে
  • কারণ সেই সব জায়গায় করোনার লড়াই কমজোর না হয়ে পড়ে
  • যাঁরা অবসরপ্রাপ্ত কর্মদক্ষ মানুষ তাঁদেরও এই লড়াইয়ে সামিল করতে হবে
  • আগামী দিনে ভারতে প্রচুর উৎসবের মরসুম আসছে
  • এই সময়ে এমন কিছু করা উচিত নয়, যাতে রোগের প্রকোপ বাড়ে
  • যতদিন না পর্যন্ত করোনার ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন পর্যন্ত মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা পালন করতেই হবে