বাংলায় বিনামূল্যে ভাইরাস চিকিৎসা, বিশ্বকে জানান প্রধানমন্ত্রী: মমতা

0
1

উদ্বোধনে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জানালেন, সারা ভারতের মধ্যে বাংলাই একমাত্র জায়গা যেখানে মারণ ভাইরাসের চিকিৎসা হচ্ছে বিনামূল্যে। মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে মোদিকে বলেন, “আপনি সারা বিশ্বকে জানান আমাদের দেশে এমন এক রাজ্য আছে যেখানেই মারণ ব্যাধির চিকিৎসা হয় বিনামূল্যে”।

একই সঙ্গে এই বৈঠকে কোভিড মোকাবিলায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, ভাইরাস আক্রান্তদের চিকিৎসা সরকারি হাসপাতালে ব্যবস্থার পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে প্রচুর ‘সেফ হোম’ বানানো হয়েছে। কম উপসর্গ থাকা যেসব রোগীরা হাসপাতালে যেতে ভয় পান, সেইকম রোগীদের ‘সেফ হোম’-এ রাখা হয়। বাংলায় টেলিমেডিসিন চালু করেছে সরকার। পূর্ব ভারতের প্রথম প্লাজমা ব্যাঙ্ক তৈরি হয়েছে বাংলায়।
কোভিড রোগীদের শুশ্রূষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তৈরি হয়েছে ‘কোভিড ক্লাব’। ভাইরাস সংক্রমণ থেকে যাঁরা সুস্থ হয়েছেন, সেরকম মানুষদের নিয়ে এই ক্লাব তৈরি হয়েছে। তাঁরা করোনা রোগীর শুশ্রূষায় কাজ করছেন।