গ্যাস বুকিংয়ে ১৫ দিনের নিষেধাজ্ঞা তুলে নিলো কেন্দ্র

0
1

এতদিন বিধি ছিলো, রান্নার গ্যাস বুকিং করার পরবর্তী ১৫ দিন পর্যন্ত নতুন করে কোনও সিলিন্ডার বুক করা যাবে না। এই নিয়ম এবার কেন্দ্র তুলে নিলো৷ ফলে এখন গ্রাহকরা যখন খুশি সিলিন্ডার বুক করতে পারবেন। মহামারি পরিস্থিতিতে রান্নার গ্যাস সরবরাহে যাতে সঙ্কট তৈরি না হয়, সে কারনেই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার জন্য এই নিয়ম চালু করেছিল পেট্রোলিয়াম মন্ত্রক। এখন তিনটি গ্যাস সংস্থাই জানিয়েছে, বটলিং ও সরবরাহ স্বাভাবিক থাকায় বুকিংয়ের জন্য ১৫ দিনের সময়সীমা তুলে দেওয়া হচ্ছে। ফলে এবার থেকে যখন খুশি গ্যাস বুকিং করা যাবে। ডিলাররা পাশাপাশি বলছেন, বাংলায় এই মুহূর্তে সপ্তাহে দু’দিন লকডাউন ঘোষণা করা হচ্ছে। তার উপর বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও। এর ফলে গ্যাস সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেতে পারে। কারণ, পেট্রোল পাম্পগুলি লকডাউনেও খোলা রাখার ঘোষণা হলেও, রান্নার গ্যাসের সিলিন্ডারের বটলিং প্ল্যান্ট ও গ্যাসের ডিলারশিপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে গ্রাহকরা খুব বড় সমস্যায় পড়বেন না বলেই ডিলারদের ধারনা৷