সুশান্তের মৃত্যুর তদন্তে বয়ান রেকর্ড মহেশ ভাটের

0
1

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে জিজ্ঞাসাবাদ করা হলো পরিচালক মহেশ ভাটকে। সোমবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় হাজির হন পরিচালক। এদিন সাড়ে ১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর, দুপুর প্রায় ২টো পর্যন্ত চলে জেরা। পরিচালকের বয়ান রেকর্ড করা হয়। জিজ্ঞাসাবাদ পর্বে উপস্থিত ছিলেন মুম্বই পুলিশের ডিসিপি ও তদন্তকারী অফিসার।

রবিবারই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর তদন্ত মামলায় মহেশ ভাট, করণ জোহরের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে করণ জোহরকেও। অন্যদিকে, সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট এসেছে মুম্বই পুলিশের হাতে। ওই রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে নখের স্যাম্পেল আর স্টম্যাক ওয়াশের রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি।