চোখের চিকিৎসাই আগে, আপাতত দিল্লি যাচ্ছেন না মুকুল?

0
1

চোখের চিকিৎসায় অগ্রাধিকার।

ইনজেকশন নিতেও হচ্ছে।
থাকতে হচ্ছে হাসপাতালে।
ফলে আপাতত দুতিনদিন দিল্লি যাচ্ছেন না মুকুল রায়।
বিজেপি নেতৃত্ব তাঁকে শুক্রবার দিল্লিতে থাকতে বলেছে বলে খবর।
কিন্তু এখনও মুকুল টিকিট কাটতে দেননি।
এদিকে একাধিক মুকুলঘনিষ্ঠই তাঁকে বলছেন, নির্দিষ্ট ফর্মুলা ছাড়া কথায় সময় নষ্ট হচ্ছে। ফলে “বিজেপিতে আছি, থাকবোর মত” রুটিন বিবৃতির বাইরে কিছু ভাবনাচিন্তা করা জরুরি। মজার বিষয়, মুকুল রবিবার প্রকাশ্যে এই কথাগুলি বললেও নানা জল্পনা অব্যাহত। সবচেয়ে বড় কথা মুকুল কী বলছেন, তার উপর দিল্লি থেকেও নজরদারি ছিল। বিশ্বাসের সম্পর্কে এসবের দরকার থাকে না বলেই সূত্রের পর্যবেক্ষণ। মুকুল আপাতত দুতিনদিন চোখকে বিশ্রাম দেবেন। তারপর আবার দিল্লির সঙ্গে কথা বলবেন। শুক্রবার দিল্লি যাবেন কী না, স্পষ্ট নয়। আসলে মুকুল নির্দিষ্ট কাজের জায়গা চান। অন্যথায় বৈঠক ও বিবৃতি অর্থহীন। দিল্লিতে তিন নেতা মুকুলকে দলে ধরে রাখতে সবরকম চেষ্টা করছেন। তাঁরা অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন বলে খবর। মুকুল শুধু বলেছেন,” চোখের চিকিৎসাটার দিন ঠিক করা ছিল। তাই আমি এখন কলকাতায়।”