সামনেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বকরিদ। আর এই উৎসবের আগে প্রতিবেশি বন্ধু দেশকে করোনা আবহের মধ্যেই ১০টি রেল ইঞ্জিন উপহার দিল ভারত। আজ, সোমবার আনুষ্ঠানিকভাবে সেই উপহার হিসেবে ইঞ্জিনগুলি তুলে দেওয়া হয় বাংলাদেশ সরকারের হাতে। গেদে সীমান্ত দিয়ে ইঞ্জিনগুলি বাংলাদেশকে দেওয়া হয়। আগামী শনিবার বকরি ঈদ। সেই উপলক্ষে বাংলাদেশকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ উপহার দিলো ভারত।