ফের ভারতে নিষিদ্ধ হলো আরও ৪৭ টি চিনা অ্যাপ। কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ ও আরও ৪টি এই অ্যাপগুলির লাইট ভার্শন ব্লক করে ভারত সরকার।
ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, নিরাপত্তা কারণেই আরও ৪৭ টি অ্যাপ বাতিলের সিদ্ধান্ত নিল ভারত সরকার। জাতীয় সুরক্ষা এবং ব্যবহারকারীর গোপনীয়তার লঙ্ঘনের জন্য মোট ২৭৫ টি অ্যাপ সরকারি ব়্যাডারে ছিল। পাবজি সহ বড় বড় অ্যাপ্লিকেশনগুলিকে ২৭৫ টি অ্যাপের তালিকায় অন্তর্ভুক্ত বলে জানা গিয়েছে। যা শীঘ্রই সরকার নিষিদ্ধ করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার এমন কিছু অ্যাপস খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে। তার থেকে জানা গিয়েছে ওই অ্যাপগুলি কেবল চিনা নয়, তবে চিন থেকে বিনিয়োগ হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রও চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করে এক প্রতিবেদন প্রকাশ করেছে।






























































































































