মহামারির কোপ পড়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সময় কাটছাঁট করা হয়েছে। কিন্তু রাজভবনের ‘চা-চক্র’ বন্ধ হচ্ছে না। স্বাধীনতা দিবসে করোনা যোদ্ধাদের সম্মানিত করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড়। এই নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যপাল।
গত কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে যে অনুষ্ঠান হচ্ছে চলতি বছর তা করা সম্ভব নয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনো দর্শক বা অতিথিদের ডাকা হবে না। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় প্রতিবছর রাজভবনে চা-চক্রের অনুষ্ঠান হয়ে থাকে। এদিকে চা চক্রের অনুষ্ঠান কীভাবে হবে তার পূর্ণ সিদ্ধান্ত রাজ্যপালদের নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্র। চলতি বছর সে অনুষ্ঠান বাতিল হোক তা চান না রাজ্যপাল।
রাজভবন সূত্রে খবর, ১৫ অগস্টের চা-চক্র তিনি বন্ধ রাখতে চান না রাজ্যপাল। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে তিনি তা জানিয়েছেন। বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই চা-চক্রের আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী সহ ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে ওঠা এমন বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানানো হবে। এ বিষয়ে আলোচনার জন্য প্রশাসনের কোনও প্রতিনিধিকে রাজভবনে পাঠানোর আর্জি জানিয়েছেন রাজ্যপাল।






























































































































