যারা বলছেন,চিন ভারতীয় ভূখণ্ড দখল করেনি, তাঁরা দেশপ্রেমী নয়: রাহুল গান্ধী

0
1

চিন-ইস্যুতে ফের মোদি সরকারের দিকে তোপ দাগলেন রাহুল গান্ধী। সোমবার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন এই কংগ্রেস সাংসদ৷

তিনি বলেছেন, “আমার কেরিয়ার ধ্বংস হয়ে গেলেও ভারতীয় ভূখণ্ড নিয়ে কখনও মিথ্যা কথা বলবো না।” চিন প্রশ্নে রাহুল গান্ধী সোমবার টুইটারে যে ভিডিওটি শেয়ার করেছেন,সেখানেই তিনি বলেছেন, “আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে গেলেও আমি কিছু মনে করবো না । তবুও আমি ভারতীয় ভূখণ্ড নিয়ে মিথ্যা বলবো না।” তিনি বলেছেন, “চিন ভারতীয় ভূখণ্ডে ঢুকে বসে আছে। সরকার তা গোপন করছে। যারা এই নিয়ে প্রশ্ন করছে তাঁদের ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া হচ্ছে। আর সব ঠিক দেখাতে দেশপ্রেমের ইন্ধন দেওয়া হচ্ছে।” নিজেকে
দেশপ্রেমী দাবি করে রাহুল বলেছেন, “ভারতীয় হিসেবে আমার প্রথম প্রাধান্য, দেশ। একটা বিষয় স্পষ্ট, চিন সেনা আমাদের ভূখণ্ডে ঢুকে বসে আছে। এটা ভেবে রক্ত গরম হচ্ছে, কীভাবে একটা বিদেশী শক্তি আমাদের ভূখণ্ড দখল করে রেখেছে।”