রাজস্থানে বিধায়কদের দলত্যাগ অবৈধ, জানাল বিএসপি

0
1
বিএসপির কেন্দ্রীয় নেতা সতীশ মিশ্র

রাজস্থানে দলের ছয় বিধায়ককে চাপ দিয়ে দলবদল করানো হয়েছে। তাঁদের কংগ্রেসে যোগদান অবৈধ। তাঁদের বিএসপি বিধায়ক হিসাবেই গণ্য করতে হবে। বিএসপির কেন্দ্রীয় নেতা সতীশ মিশ্র এই দাবিতে চিঠি পাঠালেন রাজস্থানের রাজ্যপাল ও বিধানসভার স্পিকারের কাছে। রাজ্যপাল কলরাজ মিশ্র ও স্পিকার সিপি যোশীকে মায়াবতীর দল জানিয়েছে, বিএসপি বিধায়কদের এই দলবদল অবৈধ। তাঁরা বিএসপিতেই আছেন এবং তাঁরা নিজেদের দলের হুইপ মানতে বাধ্য। প্রসঙ্গত, রাজস্থান বিধানসভায় বিএসপির ছয় বিধায়ক কংগ্রেসে যোগদানের ঘোষণা করে জানিয়েছিলেন তাঁরা মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে সমর্থন করবেন।