কপিলের বিশ্বজয়ী দলের ম্যাচ ফি আর হাত খরচের তালিকা দেখলে ভিড়মি খাবেন বিরাটরা! অভিজিৎ ঘোষের কলম

0
1
অভিজিৎ ঘোষ

মহেন্দ্র সিং ধোনি কিংবা বিরাট কোহলিরা এই তালিকা দেখলে নির্ঘাৎ হাসতে হাসতে গড়িয়ে পড়বেন, বা ভিড়মি খাবেন? কেন? ৩৭ বছর আগে বিশ্বজয়ী ভারতীয় দলের ম্যাচ ফি আর দৈনিক হাত খরচের তালিকা রীতিমতো হলুদ কাগজ হয়ে ধরা দিয়েছে। সেই পারিশ্রমিক আর আজকের পারিশ্রমিক কোনও তুলনাতেই আসে না। শুধু এটুকু বলতে হয়, সেটা ছিল লৌহ যুগ, আর এটা স্বর্ণ যুগ।

১৯৮৩-র বিশ্বজয়ী দলের সদস্য রবি শাস্ত্রী। তিনি এখন ভারতীয় দলের কোচ। তাঁর এখন বার্ষিক আয় প্রায় ৮.৫ কোটি টাকা! সেই সময়ে প্রতি ম্যাচের জন্য খেলোয়াড়েরা পেতেন ১৫০০ টাকা। আর এখন একদিনের ম্যাচের ফি ৬ লক্ষ টাক, টি-২০ ম্যাচ ফি ৩ লক্ষ টাকা এবং প্রতি টেস্টের জন্য ফি ১৫ লক্ষ টাকা। এমনকী প্রতিটি রঞ্জি ম্যাচের জন্য ক্রিকেটাররা ৩৫ হাজার টাকা পেয়ে থাকেন। সেখানে ১৫০০ টাকা কার্যত আসমান-জমিন ফারাক। ৩৭ বছর আগেকার টাকার মূল্য ধরলেও!

বিদেশে সেই সময় ভারতীয় ক্রিকেট দলকে হাত খরচ দেওয়া হতো ভারতীয় অঙ্কে প্রতিদিন ২০০টাকা! আজকের পাউন্ডের হিসাবে ২.১ পাউন্ড আর ডলারের হিসাবে ২.৫ ডলার। আর এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা বিদেশে প্রতিদিন হাত খরচ পান ২০০ ডলার ২০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকা বা ১৯,০০০ টাকা।

ভাবা যায়!