দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা দিল প্রায় ৮০০ কেজির বিশালাকার চিল শঙ্কর মাছ

0
1

ফের বিশালাকার এক বিরল প্রজাতির মাছ ধরা দিল দিঘায়।

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রায় আট কুইন্টাল ওজনের বিশালাকার চিল শঙ্কর মাছ। আজ, সোমবার সকালে দিঘা মোহনা পাইকারি বাজারে আসে এই বিশালাকৃতির মাছ। মাছটির ওজন প্রায় ৭৮০ কেজি বলে জানিয়েছেন মৎস্যজীবীরা।

এমন খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে মাছটিকে দেখতে ভিড় জমে যায় মোহনা সংলগ্ন পাইকারি মাছের বাজারে। নিলামে মাছটি বিক্রি করা হয়েছে বলে জানা গিয়েছে।