গ্রাহকদের জন্য সুখবর। ভোডাফোন এবার পোস্টপেইড গ্রাহকদের জন্য নিয়ে এল নতুন প্ল্যান। চালু করল নতুন রেড ম্যাক্স প্ল্যান।
এই প্ল্যানে সংস্থাটি ৬৯৯ টাকায় অনেক সুবিধা দিচ্ছে। ভোডাফোনের পাশাপাশি আইডিয়া গ্রাহকরাও এই প্ল্যানর সুবিধা পাবেন। বর্তমানে এই প্ল্যানটি মাই ভোডাফোন অ্যাপে দেখা যাবে।
সুবিধাগুলি হল…
১)ভোডাফোন রেড ম্যাক্স প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ডেটা সহ সমস্ত নেটওয়ার্কগুলিতে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন।
২)স্থানীয়, এসটিডি এবং জাতীয় রোমিংয়েও এই সুবিধা পাওয়া যাবে।
৩) গ্রাহকরা ১০০ টি এসএমএসের সুবিধা পাবেন।
৪)এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও, জি ৫, সান এনম্যাক্সটি এবং ভোডাফোন প্লে সাবস্ক্রিপশন পাবেন।
এই প্ল্যানটি বর্তমানে অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানার গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। তবে কিছুদিনের মধ্যেই এই সুবিধা পাবেন দেশের অন্যান্য রাজ্যের গ্রাহকরাও।