৫ বছরে মিলবে ১৪ লাখ টাকা! জেনে নিন পোস্ট অফিসের লাভজনক স্কিমের তথ্য

0
1

এবার বয়স্কদের জন্য বিশেষ স্কিম নিয়ে এল পোস্ট অফিস।পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগকারীরা ৭.৪ শতাংশ হারে সুদ পান। ৫ বছরে ১৪ লক্ষ টাকা পেতে পারেন সংশ্লিষ্ট বিনিয়োগকারী।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খুলতে হলে বয়স কমপক্ষে ৬০ বছর হতে হবে। এছাড়া স্বেচ্ছাবসর নেওয়া ব্যক্তিও এর আওতায় অ্যাকাউন্ট খুলতে পারেন।সিনিয়র সিটিজেন স্কিমে অ্যাকাউন্ট খোলার ন্যূনতম টাকার অঙ্ক ১ হাজার। ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে পরবর্তী ৫ বছরে ৭.৪ শতাংশ সুদের হারে মোট টাকা হবে ১৪ লক্ষ ২৮ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ ৪ লক্ষ ২৮ হাজার ৯৬৪ টাকা পাওয়া যাবে সুদ হিসেবে। তবে এই অ্যাকাউন্টে ১৫ লাখ টাকার বেশি টাকা রাখা যায় না। বিনিয়োগকারীরা চাইলে। মেয়াদের সময়সীমা বাড়ানো যায়। স্কিমটি ম্যাচিউরিটির পরে আরও ৩ বছর বাড়ানো যেতে পারে। তার জন্য সরাসরি পোস্ট অফিসে গিয়েই আবেদন করতে হবে।