মুখ্যমন্ত্রীর হাজার চেষ্টার পরেও রেফারের রোগ আর সিট নেইয়ের চক্কর কাটছে না কলকাতার কোভিড হাসপাতালগুলিতে। কোথাও করোনা আক্রান্তকে ফেলে অ্যাম্বুল্যান্স পালাচ্ছে, কোথাও করোনা রোগীকে অ্যাম্বুল্যান্সে তুলতে গিয়ে মেরে ফেলছে। এবার বেলেঘাটা আইডি হাসপাতাল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে সেখানে যান মধ্য বয়সী ওই রোগী। সেখানে বলা হয় বেড নেই। যদিও আইডি হাসপাতালের হিসাব বলছে, তখনও ১১৫টির মধ্যে ৯টি বেড খালি রয়েছে। রোগীকে রেফার করে দেওয়া হয় মেডিক্যালে। সেখানে আসার পরেও সেই একই রোগ, বেড নেই। যদিও তখনও সরকারি হিসাব অনুযায়ী মেডিক্যালে ৬৬০টি বেডের মধ্যে ৮৫টি খালি। দীর্ঘ প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় মুমূর্ষু রোগীকে। তিনি বলেছেন, বুকের ভিতরটা মনে হচ্ছে কামড়াচ্ছে। আর পারছি না। জানি না কালকেই মারা যাব কিনা! তীব্র শ্বাসকষ্টের মাঝেই খবর আসে বেড মিলেছে। আইএমএ রাজ্য সভাপতি ডাঃ শান্তনু সেনের বক্তব্য, মিডিয়া আতঙ্ক তৈরি করছে। এটা নাকি রাজ্যের আসল চিত্র নয়। সকলেই ভর্তি হচ্ছেন। সেফ হোমে নিয়ে আসুন। প্রচুর বেড রয়েছে। কিন্তু তীব্র শ্বাস উঠে যাওয়া এইসব রোগীরা কি সেফ হোমে যাবেন? যাকে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়, তারজন্য বেড বেরিয়ে এলো কোথা থেকে? হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখে কুলুপ এঁটেছে।