দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ‘সেফ হাউস’ তৈরির ভাবনা

0
11

কোভিড যুদ্ধে আরও গতি আনতে সম্প্রতি সেফ হাউস প্রকল্প ঘোষণা করে রাজ্য সরকার । এই প্রকল্পে বলা হয়েছে,
‘যেসব রোগীর অবস্থা ততটা সিরিয়াস নয় ।তাদের হাসপাতালে না রেখে, বেড ভর্তি না করিয়ে সেফ হাউসে রাখা হবে । যেখানে থাকবেন চিকিৎসকরাও ।
এবার দুর্গাপুরে ‘সেফ হাউস’-এর জন্য বেছে নেওয়া হচ্ছে ইস্পাত হাসপাতালকে। এই কারণে শনিবার দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে ঘুরে দেখলেন ইস্পাত হাসপাতাল।

মহকুমার শাসক জানিয়েছেন, দুর্গাপুর ইস্পাত হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের ৫০টি বেড পাওয়া যাচ্ছে। আরও ৭০টি বেড পাওয়া যাচ্ছে অন্যত্র। দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে বলেন, “শহরের আরও কিছু জায়গা দেখা হচ্ছে যেখানে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই ধরণের সেফ হাউস করা হবে।”