গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ। প্রথমটি মেট্রো প্রকল্প। তার কাজ এগোচ্ছে। দ্বিতীয়টি করার ভাবনায় কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। উদ্দেশ্য, শহরের ভিড় এড়িয়ে দ্রুত বড় ট্রাক, কন্টেনারকে জাতীয় সড়কে পৌঁছে দেওয়া। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। শনিবার সিআইআইএ-র অনুষ্ঠানে বিনীত যখন বলছেন তখন মঞ্চে বসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য। ফলে এই সম্ভাবনায় শিলমোহর পড়তে চলেছে বলা যেতেই পারে।
বিনীত বলছেন, প্রথমে আমরা বন্দর থেকে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু পর্যন্ত উড়ালপুলের কথা ভেবেছিলাম। কিন্তু মেট্রোর কাজ শুরুর পর আমরাও নতুন আগ্রহে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করাচ্ছি। রিপোর্ট আসার পর খরচের ধারণা নিতে হবে। বন্দরের এই উদ্যোগে খুশি বন্দর ব্যবহারকারীরা। কম খরচে, কম সময়ে পণ্য সরবরাহ করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ জানান, বারাণসী-হলদিয়া জলপথ পরিবহনের জন্য নদীতে ২ মিটার নাব্যতা আর ১৮টি জেটি নির্মাণের ব্যবস্থা করছে। এছাড়া কলকাতা-হলদিয়া-বাংলাদেশের চট্টগ্রাম-মঙ্গলা- অসমের ডিব্রুগড় পর্যন্ত পণ্য পরিবহনের ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্র জলপথ পরিবহন কর ছাড় দেওয়ায় ব্যবসার সুবিধা হবে বলে তিনি বিশ্বাস করেন।