অতিমারি পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় রেখে ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে আধার ভিত্তিক অনলাইন সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা। ইনস্টা ক্লিক সেভিংস অ্যাকাউন্ট। বাড়িতে বসেই যে কোনও গ্রাহক খুলতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট। মোবাইল ট্যাবলেট বা ডেক্সটপ থেকে। এক্ষেত্রে ডিজিটাল কেওআইসির এক নয়া পদ্ধতি এবং আধারের ভেরিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দেওয়া হচ্ছে। লেনদেনও করা যাবে। এক্ষেত্রে গ্রাহকদের বয়স হতে হবে ১৮ বছরের বেশি।
এই অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন হবে আধার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নম্বর, প্যান কার্ড এবং ইমেল আইডি। এই অ্যাকাউন্টে সর্বনিম্ন টাকা রাখার প্রয়োজন নেই।