কোচবিহারে তৃণমূল ছাত্রনেতাকে লক্ষ্য করে গুলি! এলাকায় চাঞ্চল্য

0
3

তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানার গোপালপুর এলাকায় ওই ঘটনা ঘটে। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সম্পাদক তথা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক উত্তম ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন তিনি। সঙ্গে একটি গুলির খোল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

উত্তম জানান, শুক্রবার রাতে দলীয় কার্যালয় থেকে ফিরে দলের এক নেতার বাড়িতে বসে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে দলের আরও এক স্থানীয় নেতা উপস্থিত ছিলেন। ওই সময় স্কুটিতে চড়ে একদল দুষ্কৃতী গিয়ে প্রথমে বাড়ি সামনে রাখা একটি ছোট গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁর দিকে লক্ষ্য করেও একটি গুলি চালানো হয়। এরপরেই স্কুটিতে চেপেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।