লকডাউন না মানায় রাজ্যজুড়ে ধরপাকড় পুলিশের

0
1

সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও শুনশান রাস্তাঘাট। কার্যত বন্ধের চেহারা নিয়েছে গোটা রাজ্য। লকডাউন পালনে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। রাজ্য জুড়ে চলছে নাকা চেকিং। যারা লকডাউন মানছেন না তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। লকডাউন না মানার কারণে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারির সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে কেষ্টপুর, বাগুইআটি , জোড়ামন্দির এলাকায় কয়েকটি দোকানপাট খোলা ছিল। মাস্ক ছাড়া সহ অকারণে রাস্তায় বেরিয়ে ছিলেন বেশ কয়েকজন। পুলিশকে তাঁরা বাইরে বেরোনোর উপযুক্ত কারণ দেখাতে পারেননি। বাগুইআটি থানার পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।

অন্যদিকে লকডাউনের প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ জেলার রাস্তায় রাস্তায় পুলিশ টহল দিচ্ছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম চৌমাথায় নাকা তল্লাশি চলছে। যশোর রোডে বাইক গাড়ি থামিয়ে রাস্তায় বেরোনোর উপযুক্ত কারণ জানতে চাইছে পুলিশ। একইভাবে বোলপুরে চলছে পুলিশি টহল। লকডাউন না মানলে বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এদিন সকাল থেকে দুর্গাপুরের রাস্তাঘাটও শুনশান। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, মথুরাপুরেও লকডাউন নিয়ে কড়াকড়ির ছবি সামনে এসেছে।