শনিবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে কিছুটা সচেতন কোচবিহার। শনিবার সকাল থেকেই রাস্তায় দেখা মেলেনি কোচবিহারবাসীর। প্রথম দিন কিছু টোটো, অটো রাস্তায় থাকলেও, শনিবার বিশেষ প্রয়োজন এবং অসুস্থ রোগী বাদে টোটো দেখা যায়নি শহরে। সকাল থেকেই কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল শহর ও শহর সংলগ্ন বেশ কয়েকটি বাজার পর্যবক্ষেণ করেন। প্রতিটি বাজার বন্ধ ছিল। ওষুধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা ছিল না। সঞ্জয় পাল বলেন, দ্বিতীয় দিনের লকডাউন সফলভাবে চলছে কোচবিহারে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বর্তমানে কোচবিহার জেলায় মোট অ্যাক্টিভ কেস ৮৭।