অকারণে পথে: চুঁচুড়ায় চাকার হাওয়া খুলছে পুলিশ

0
1

রাজ্য সরকার ঘোষিত সাপ্তাহিক লকডাউনে এটি দ্বিতীয় দিন। শনিবার, দ্বিতীয়দিনের লকডাউনে চুঁচুড়া-সহ হুগলির সব জায়গায় ব্যাপক ভাবে প্রভাব পড়েছে। দোকান-বাজার বন্ধ, যান চলাচল স্তব্ধ। রাস্তার মোড়ে মোড়ে চলছে পুলিশ চেকিং। অকারণে বাড়ির বাইরে যাঁরা বের হচ্ছেন তাঁদের আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। চুঁচুড়ায় সাইকেলে হাওয়া খুলে ছেড়ে দিচ্ছে পুলিশ। সব মিলিয়ে জেলা জুড়ে মানুষ লকডাউন পালন করছেন। পুলিশ, প্রশাসনও সতর্ক।