মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে রাজ্যের ‘সেফ হোম’-এর প্রশংসা করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌরা। এবার আইসিএমআর’-এর ডিরেক্টর জেনারেল ডা বলরাম ভার্গব জানালেন, কোভিড মোকাবিলায় বাংলার ‘সেফ হোম’ দেশে মডেল হওয়া উচিত।
শুক্রবার বলরাম ভার্গব-সহ আইসিএমআর-এর অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের দীর্ঘসময় ভিডিও কনফারেন্সে কথা হয়। সেখানেই রাজ্যের সেফ হোম ব্যবস্থার প্রশংসা করেন আইসিএমআর-এর প্রধান। ভিডিও কনফারেন্সের পর রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা অজয় চক্রবর্তী জানান, রাজ্যের সেফ হোম ব্যবস্থার উচ্ছসিত প্রশংসা করেছেন ডা বলরাম ভার্গব। অন্যান্য আধিকারিকরাও তাঁকে সমর্থন করেছেন। তাঁদের বক্তব্য অন্য রাজ্যের কাছে মডেল হতে পারে এই ব্যবস্থা। কোভিড হাসপাতালগুলির উপর চাপ কমাতে সেফ হোম চালু করা হয়েছে। টেলিফোনে উপসর্গহীন কোভিড পজিটিভ ব্যক্তির দেখভাল করা এবং দরকারে তাঁদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা থাকছে সেফ হোমে। এদিনের ভিডিও কনফারেন্সে সেফ হোম নিয়ে বিস্তারিত অবগত হন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ কর্তারাও।