কাঁকুড়গাছিতে পুরসভার উদ্যোগে সংক্রমণ-পরীক্ষা শিবির

0
3

কলকাতা পুরসভার উদ্যোগে কাঁকুড়গাছির অভিযান ক্লাব প্রাঙ্গনে শনিবার কোভিড-পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ৩১ নম্বর ওয়ার্ডের পুর-কোঅর্ডিনেটর সুনন্দা গুহের ব্যবস্থাপনায় এই শিবিরে মোট ৪৮ জনের পরীক্ষা করা হয়৷ সংগঠনের সচিব রঞ্জিত দে, গৌতম সোম চৌধুরি, প্রমুখ উপস্থিত ছিলেন৷