পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান করোনার দাপাদাপি মোকাবিলায় চলতি সপ্তাহ থেকে গোটা রাজ্যজুড়ে রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে পূর্ণাঙ্গ লকডাউন শুরু করেছে নবান্ন। আদৌ এতে মারণ ভাইরাসের প্রকোপ কমবে কিনা, তা বলবে সময়। কিন্তু উদ্বেগ বাড়িয়ে এবার রাজ্য করোনায় একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড গড়লো।
গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪২ জন আক্রান্তর মৃত্যু হয়েছে। যা এখনও পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন আরও ২,৪০৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৬,৩৭৭ জন। ও করোনা সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩৩২ জন। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যভবন বুলেটিনে আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৯,৩৯১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,১২৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫,৬৫৬।





























































































































