৬ হাজার স্টপেজ বাতিল হতে পারে রেলের!

0
1

স্টেশনে ট্রেন থামার ক্ষেত্রে এবার বিরাট বদল আসতে চলেছে। ট্রেনের স্টপেজ তালিকা থেকে বাদ যেতে পারে ৬০০০ টি স্টপেজ! দেশজুড়ে বাতিল হতে পারে এতগুলি স্টপেজ এমনটাই সূত্র মারফত খবর মিলছে। কারণ হিসেবে জানা গিয়েছে, ‘জিরো বেসড টাইম টেবিল’ অনুযায়ী বৈজ্ঞানিক নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগ করবে রেল। এতে রেলের গতি বাড়বে। ফলে অলাভজনক স্টেশনগুলিতে অযথা ট্রেন থামিয়ে সময় নষ্ট করতে রাজি নয় ভারতীয় রেল।

ইতিমধ্যেই লকডাউনের সময় আইআইটি মুম্বইয়ের সহায়তায় সময়সূচি তৈরির কাজ শেষ করেছে রেল। কোন স্টেশনে কেন ট্রেন থামবে তা বিশ্লেষণ করা হয়েছে। তবে মহামারির কারণে নতুন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগ থমকে রয়েছে।

রেল সূত্রে খবর, যেসব স্টেশন থেকে দিনে ৫০ জনের কম যাত্রী ট্রেনে ওঠা-নামা করেন সেগুলিইকেই প্রাথমিকভাবে বাতিলের তালিকায় ফেলা হয়েছে। এই মানদণ্ডে প্রায় ৬ হাজার স্টপেজ বাদ পড়বে। ট্রনের গতি বৃদ্ধিই নতুন পদ্ধতি প্রয়োগের মূল কারণ। তবে, এ বিষয়টি রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব এখনও স্পষ্ট করে জানান নি।