২ লাখ টাকা খরচ করে গোয়া থেকে রাজ্যে, কলকাতায় এসে আটকে গেলেন ২৯ পরিযায়ী শ্রমিক!

0
1

 

লকডাউনের বিষয়ে কিছু জানতেন না তাঁরা। ৫দিন আগে গোয়া থেকে বাসে ওঠেন ২৯জন পরিযায়ী শ্রমিক। দু লাখ টাকা দিয়ে সেই বাস ভাড়া করেন তাঁরা বাড়ি ফিরবার টানে। কিন্তু রাজ্যে লকডাউনের খবর তাঁদের কাছে ছিল না। তাই একাধিক রাজ্য পেরিয়ে শনিবার অবশেষে কলকাতার বাগুইআটি পৌঁছে আটকে গেলেন তাঁরা।
খাবার নেই, জল নেই। শনিবার সকাল আটটা থেকে বাসের মধ্যেই আটক রাজ্যের ওই ২৯ পরিযায়ী শ্রমিক।

তাঁরা জানিয়েছেন, গোয়ার ভাস্কো দা গামা থেকে ফিরছিলেন রাজ্যের তাঁরা। তাদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ধামাখালিতে। নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ওইসব শ্রমিকরা ২ লাখ টাকারও বেশি দিয়ে গোয়া থেকে একটি বাস ভাড়া করে রাজ্যে ফিরছিলেন।

শ্রমিকদের দাবি, গোয়া সীমানা, ওড়িশা সীমানা-সহ অন্যান্য রাজ্যে তাদের কাগজপত্র দেখে ছেড়ে দেওয়া হয়। কিন্তু কলকাতায় ঢুকতেই বিপত্তি। তাঁদের বাস আটকে দেয় বাগুইআটি ট্রাফিক গার্ড। তাঁদের অভিযোগ, বারবার ট্রাফিক পুলিশকে অনুরোধ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। কখন তাঁদের ছাড়া হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তাঁদের দাঁড় করিয়ে রাখা হয় বাগুইআটি ব্রিজের নীচে।