গুলির লড়াইয়ে কাশ্মীরে ফের নিকেশ দুই জঙ্গি

0
5

শনিবার সকালে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে শ্রীনগরের কাছে রণবীরগড় এলাকা। এনকউন্টারে নিকেশ দুই কুখ্যাত জঙ্গি। তবে এই দুই জঙ্গি কোন গোষ্ঠীর, তা এখনও স্পষ্ট করা যায়নি। যদিও নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে একজনের নাম ইশফাক রশিদ খান। সে তার জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা বলে জানা গিয়েছে।

দুই জঙ্গি নিকেশের পর কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সকাল থেকেই নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের স্পেশাল অপারেশন টিমের যৌথ অভিযান শুরু হয় রণবীরগড় এলাকায়। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ওই অভিযান চালায় সিআরপিএফ ও সেনাবাহিনী।

পুলিশি অভিযানের খবর পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি।