শঙ্কাজনক করোনা রোগীদের জন্য অত্যাবশ্যক ভেন্টিলেটর। রোগীরা শুধু বেড পেতে হন্যে হয়ে ঘুরছেন তাই নয়, ভেন্টিলেটরযুক্ত বেড পাওয়া লটারি পাওয়ার মতো। আর সেই দামী ভেন্টিলেটর কিনা অযত্নে পড়ে রয়েছে কলকাতা মেডিক্যালে!
করোনা আবহে কলকাতা মেডিক্যাল কোভিড হাসপাতালে পরিণত হয়েছে। বেড ৫০০। তারমধ্যে ভেন্টিলেটর যুক্ত বেড ৩২টি। একটি জায়গায় ১৪টি, আর একটি জায়গায় ১৮টি। আর মেডিক্যালের এক তলার মেঝেতে পড়ে রয়েছে ১৭টি ভেন্টিলেটর। লাগানোই হচ্ছে না!
কেন?
টেকনিসিয়ান্সরা মেশিন লাগাতে নারাজ। কারণ, তাঁদের কোভিড রোগীদের উপস্থিতিতে এই মেশিন লাগাতে হবে। সংক্রমণের ভয়ে তাঁরা লাগাচ্ছেন না। স্বাস্থ্য দফতর বিলক্ষণ জানে পরিস্থিতি। কিন্তু তাঁরাও নিরুত্তাপ। পড়ে পড়ে নষ্ট হওয়ার মুখে মেশিনগুলি। আর মানুষ চিকিৎসার জন্য বা ভেন্টিলেটরযুক্ত বেড পেতে সরকারি থেকে বসরকারি হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কর্তাদের ঘুম কবে ভাঙবে?





























































































































