রাজ্যের আবেদন মেনে সাপ্তাহিক লকডাউনের দিনগুলিতে বন্ধ থাকবে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার, সাপ্তাহিক লকডাউনের প্রথমদিনে দেখা গিয়েছে কলকাতা জুড়ে বেশিরভাগ জায়গায় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হননি কেউ। কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল করায় পরে সেখানে ভিড় হয়েছে। এই কারণে রাজ্যে তরফ থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে পশ্চিমবঙ্গ জুড়ে সাপ্তাহিক লোকজনের দিনগুলিতে কলকাতায় উড়ান বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে এ বিষয়ে সম্মতি জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এবার থেকে লকডাউনের দিনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরের বিমান পরিষেবা।






























































































































