সংক্রমণ রুখতে ভারতে তৈরি টীকা কোভ্যাক্সিনের মানব শরীরে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম পর্ব শুরু। শুক্রবার দিল্লির এইমসে শুরু হল। এইমসে পরীক্ষার জন্য গত শনিবার থেকে সাড়ে তিন হাজারের বেশি লোক তাঁদের নাম নথিভূক্ত করেছেন।
তার মধ্যে ৩০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে এটিকে প্রথম প্রয়োগ করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত বায়োটেক এই ভ্যাকসিন তৈরি করেছে।
সূত্রের খবর, প্রথম দফার ট্রায়ালে ১০০ জন স্বাস্থ্যবান ব্যক্তির উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। সবার প্রথমে ১০ জনকে এই প্রতিষেধকটি দেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লি এইমসের কমিউনিটি মেডিসিনের অধ্যাপক ডাক্তার সঞ্জয় রায়।
যে ৩৫০০ জন প্রতিষেধক ট্রায়ালের জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছেন তাঁদের এইমস-এ নানা স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ট্রায়ালের জন্য তাঁরা উপযুক্ত কি না নিশ্চিত হতে ডায়াবিটিস, হাইপার টেনশন, হার্টের সমস্যা, কিডনি এবং লিভারের রোগ-সহ প্রায় ৫০ ধরনের টেস্ট করা হয়েছে।































































































































