চিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, লাল সতর্কতা জারি জিনজিয়াং-এ

0
1

ফের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে। ইতিমধ্যেই চিনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে গত ২৪ ঘন্টায় ২২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলিছে । গত কয়েকমাসে গোটা দেশে সংক্রমণের পরিমাণ পুরোপুরি কমে এলেও করোনা বিধি চালু ছিল গোটা দেশেই। কিন্তু তারপরেও ঠেকানো যাচ্ছে না নতুন সংক্রমণকে। সংক্রমণ বাড়ছে জিনজিয়াং ও লিয়াওনিং প্রদেশে।
গত সপ্তাহ থেকেই ফের কোভিডের ধাক্কায় ভয়াবহ অবস্থা চিনের জিনজিয়াং প্রদেশের। ফের করোনা ফিরে আসায় চিনের উত্তর-পশ্চিমের এই অঞ্চলের উপর লাল সতর্কতা জারি করেছে জিনপিং প্রশাসন। অন্যদিকে দিকে লিয়াওনিংয়ে ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে যুদ্ধকালীন তৎপরতায় মাঠে নেমেছে প্রশাসন। শুরু হয়ছে বেশি সংখ্যক করোনা টেস্ট। চিনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, নতুন আক্রান্তদের ১৮ জন পশ্চিমের জিনজিয়াংয়ের।
নতুন আক্রান্তের খোঁজ মেলায় লিয়াওনিং প্রশাসন ইতিমধ্যেই শহরের সমস্ত থিয়েটার, নাইট ক্লাব এবং অভ্যন্তরীণ পর্যটন কেন্দ্র গুলি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
চিনের স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত মোট কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৮৩,৭২৯ জন। মারা গিয়েছেন ৪,৬৩৪ জন।
তবে চিনে উপসর্গবিহীন রোগীই বেশি। উল্লেখ্য, গত ৭২ ঘন্টা আগেই চিনে ৩১ জনের শরীরে করোনার উপসর্গহীন সংক্রমণ পাওয়া যায়। বৃহস্পতিবার দালিয়ানে ১২ জনের শরীরে উপসর্গহীন করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে।
দালিয়ান শহরে ১ লাখ ৯০ হাজার মানুষের ওপর নিউক্লিক অ্যাসিড টেস্ট চালানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন।