করোনা আতঙ্কে মৃতদেহ পড়ে রইল প্রায় ২৪ ঘন্টা!

0
1

করোনা আতঙ্কে মৃতদেহ পড়ে আছে বাড়িতে। প্রতিবেশীদের পক্ষ থেকে কেউ এগিয়ে এলেন না সৎকারে! ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ফকিরগঞ্জ গ্রাম। হতভাগ্য গুরুচরণ ম্যেটা। বয়স প্রায় ৫৬। কলকাতায় ফলের ব্যবসা করতেন । কয়েক দিন আগে গায়ে জ্বর নিয়ে বাড়িতে আসেন, একটি সূত্রে জানা গিয়েছে হার্টের ও হাঁপানির সমস্যা ছিল তাঁর। গতকাল বিকেলে কার্যত বিনা চিকিৎসায় মারা যান। মৃত্যুর পর করোনা আতঙ্কে কেউ দেহ সৎকারেই আসেননি। শেষে খবর যায় থানায়। পাঁশকুড়া থানার পুলিশ দেহ উদ্ধার করে সৎকার করে। পুলিশ সূত্রের খবর ওই ব্যক্তি ব্রেন স্ট্রোকে মারা যান। তাঁর করোনা হয়নি। বিতর্ক এড়ানোর জন্য পরিবারের অনুমতি ও উপস্থিতিতে একটি গোপন জায়গায় তাঁর সৎকার হয়।