গত বছরের ডিসেম্বরে চিনে শুরু হওয়া মারণ ভাইরাস সংক্রমণের গ্রাসে এখন গোটা বিশ্ব। অধিকাংশ দেশে ছড়িয়ে পড়া এই বিশ্ব মহামারিতে প্রত্যক্ষভাবে আক্রান্ত দেড় কোটি মানুষ। মৃত্যুসংখ্যা ছাড়িয়ে গিয়েছে ছয় লক্ষ। বিশ্ব মহামারিতে বেহাল বিশ্ব অর্থনীতিও। সংক্রমণের ধাক্কা অর্থনীতির যেসব ক্ষেত্রকে সবচেয়ে বেশি বিপর্যস্ত করেছে তার মধ্যে একদম প্রথম সারিতে আছে ভ্রমণ ও উড়ান সংস্থাগুলি। সংক্রমণ ছড়ানোর ভয়ে ও সামাজিক দূরত্ব বজায় রাখার তাগিদে বিমান পরিষেবা নিতে চাইছেন না বহু মানুষ। একদিকে দেশে দেশে লকডাউন চলাকালীন পরিষেবা বন্ধ থাকায় এবং মহামারি কালে যাত্রীদের অনীহার কারণে বিরাট সংকটের মুখে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে ব্যবসায়িক অস্তিত্বের স্বার্থে নিত্য নতুন কৌশল খুঁজছে বিমান সংস্থাগুলি। এবার যেমন যাত্রীদের জন্য বিশেষ কোভিড প্যাকেজ ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহির উড়ান সংস্থা এমিরেটস। যাত্রীদের বিমান সফরে উৎসাহ দিতে এই সংস্থা ঘোষণা করেছে, তাদের উড়ানে চড়ে সফরের পর যাত্রীরা যদি কোভিড আক্রান্ত হন তাহলে ক্ষতিপূরণ বাবদ তাঁদের চিকিৎসার খরচ বহন করা হবে। এমিরেটস জানিয়েছে, সংক্রমিত যাত্রীদের সর্বোচ্চ দেড় লক্ষ ইউরো এবং ১৪ দিন কোয়রান্টিনে থাকলে সেই সময়ের জন্য দিন পিছু ১০০ ইউরো পর্যন্ত দেওয়া হবে। এবছরের ৩০ অক্টোবর পর্যন্ত যাত্রীরা এই বিশেষ কোভিড প্যাকেজ পাবেন বলে জানিয়েছে বিখ্যাত এই বিমান সংস্থা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.