মহানগর ভাইরাস আক্রান্ত পাচু রায় By EBBS Desk - July 24, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp মারণ ভাইরাস আক্রান্ত দক্ষিণ দমদম পুরসভার প্রশাসনিক প্রধান পাচু রায়। ওনার গাড়ির চালক আক্রান্ত হওয়ায়, বৃহস্পতিবার তিনি নিজেই কোভিড টেস্ট করান। সেখানে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এমনিতে তিনি সুস্থ আছেন। নিজের বাড়িতেই হোম কোয়াইন্টাইনে রয়েছেন।