তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে৷ শুক্রবার দলের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, দক্ষিণ কলকাতা জেলা কমিটির চেয়ারম্যান হলেন মণীশ গুপ্ত৷ দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ‘ভুল করে’ ঘোষণা হয়েছিলো সুব্রত মুখোপাধ্যায়ের নাম৷ দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের চেয়ারম্যান হলেন মণীশ গুপ্ত৷