স্বাস্থ্যপরীক্ষার জন্য ৫৬ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ। কেএমডিএ-র তরফে স্বাস্থ্যপরীক্ষা করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ২৪ তারিখ রাত ১০টা থেকে ২৭ তারিখ ভোর ৬টা অবধি বন্ধ থাকবে ব্রিজ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে , গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক দিয়ে। ছোট গাড়ি গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে যাতায়াত করবে। ঢাকুরিয়া ব্রিজ দিয়ে বাস চলাচলেও রুট পরিবর্তন করেছে ট্রাফিক পুলিশ। এস১০৬, এস১০১, এস১১০, এস১০৪, ১৭বি, ২৪০, ৪৫, ২১৮, কেবি ১৭, ২৩৪, এস ৯এ, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচল করবে। গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস যাতায়াত করবে বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণের ব্যস্ততম রুটে থাকা শহরের অন্যতম প্রাচীন এই ব্রিজের ভারবহন ক্ষমতাও পরীক্ষা করা হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.