তৃণমূল বিধায়কের বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

0
2

গোসাবার তৃণমূল বিধায়কের বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ওই এলাকায়। এই ঘটনা আজ, বৃহস্পতিবার সকালের৷

জানা গিয়েছে, বিধায়কের বাড়ির অফিসের তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হয় দেহটি।
একইসঙ্গে উদ্ধার হয়েছে তাঁর সুইসাইড নোট।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম লাবণ্য হালদার। এই লাবণ্য হালদার, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের বাড়ির দলীয় কার্যালয়ের তিনতলার ঘরেই থাকতেন৷ এ দিন বাড়ির পরিচারক তাঁর ঘরে খাবার দিতে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থা ছাদ থেকে ঝুলছেন লাবণ্য। ওই ঘর থেকেই দেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। দেহ উদ্ধার করে বাসন্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মানসিক অবসাদ থেকেই লাবণ্য আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিসের। পুলিস জানিয়েছে, লাবণ্যবাবুর বাড়ি গোসাবাতেই। তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বাড়িতে ১৫ বছর বয়স থেকে থাকতেন তিনি। মৃতদেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে।