ভাইরাসের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে সাপ্তাহিক লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকেই হুগলির কোন্নগর, শ্রীরামপুর, চুঁচুড়া, চণ্ডীতলা-সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই সমস্ত দোকানপাট বন্ধ। বিভিন্ন রাস্তায় চলছে পুলিশের কড়া নজরদারি।বিনা কারণে কেউ বাইরে বেরোলে কান ধরে ওঠবোস করিয়ে পুলিশ বাড়ি পাঠিয়ে দিচ্ছে।
একই ছবি বারাকপুরে। রাজ্যে লকডাউন কড়া হাতে দমন করতে তৎপর বারাকপুর কমিশনারেটের পুলিশ। বরাহনগর, খড়দহ, টিটাগড় থানা এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং। মাস্ক না পরা, হেলমেট না পরা, পর্যাপ্ত কারণ ছাড়া বেড়োনো পথচারীদের কান ধরে ওঠবোস পর্যন্ত করাতে দেখা যায় পুলিশকে।




























































































































