ভাইরাস সংক্রমণের জেরে সমস্ত স্মরণীয় দিনের পালন হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েব প্লাটফর্মে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী, নজরুল স্মরণ অনুষ্ঠান। 24 জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন। সেদিন তাঁকে শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধে সাড়ে ছটা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে। বর্তমান প্রজন্মের বিশিষ্ট গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রীরা সাদাকালো ছবির জগতের নস্টালজিয়াকে গানে, গল্পে আবার ধরবেন।































































































































