গুরুত্বপূর্ণ দিলীপের বাড়ির বৈঠকে নেই মুকুল By EBBS Desk - July 23, 2020 0 1 FacebookTwitterPinterestWhatsApp দিল্লিতে রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকগুলি একেক দিন একেক জায়গায় চলছে। বুধবার থেকে কৈলাস বিজয়বর্গীয়র বাড়ির পর বৃহস্পতিবার বিকেলে চলছে নর্থ অ্যাভিনিউতে দিলীপ ঘোষের বাড়িতে। সূত্রের খবর, সেইখানে মুকুল রায় নেই। তিনি নাকি আজ কলকাতায় ফিরতে পারেন।