তৃণমূলে রদবদল নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ

0
1

তৃণমূলের সাংগঠনিক রদবদলকেও কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে দলীয় বৈঠকের মাঝে দিলীপ বললেন, অবস্থা যে সঙ্গীন নেত্রী বুঝতে পেরেছেন। তা না হলে লোকসভার পরে একদফা সংগঠনে পরিবর্তনের পর বছর ঘুরতে ঘুরতে না ঘুরতেই কেউ পরিবর্তন করে! আর হলও অনেকটা বিজেপির ঢঙে। এভাবে পাল্টানো যায় না। গোড়া কেটে আগায় জল দিলে কোনও লাভ হবে না। বিদায় ঘন্টা বেজে গিয়েছে। পাল্টা তৃণমূল কংগ্রেস বলেছে, ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখছে বিজেপি। স্বপ্ন ভেঙে যাবে শীঘ্রই।