সকাল থেকেই তৎপর কলকাতা পুলিশ। লকডাউনের দিন যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁদেরকে প্রথমে আটক করা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অতি জরুরি প্রয়োজনে যাঁরা বেরিয়েছেন, নির্দিষ্ট নথি দেখানোর পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। যারা কোনো নথি দেখাতে পারছেন না তাঁদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ করছে কলকাতা পুলিশ। সকাল থেকে সেরকমই ছবি ধরা পরল ইএম বাইপাসে।




























































































































