রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী-অফিসারদের ১৫% বেতন বৃদ্ধির চুক্তি

0
1

অসময়েও খুশির খবর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসারদের ১৫% বেতন বাড়তে চলেছে। বুধবার, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস-এর মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, একই সঙ্গে ঠিক হয়েছে, পরবর্তীকালে ব্যাঙ্কের মুনাফার উপর ভিত্তি করে কর্মী-অফিসারদের বেতন বৃদ্ধি হবে। এটা এর আগে কখনও হয়নি।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেতন বৃদ্ধি নিয়ে দীর্ঘ প্রায় তিন বছর ধরে আলোচনা চলেছিল। অবশেষে সিদ্ধান্ত হল। নতুন বেতন চুক্তি কার্যকর হচ্ছে ২০১৭ সালের ১ নভেম্বর থেকে। ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই চুক্তির ভিত্তিতেই রাষ্ট্রায়ত্ত ছাড়াও কিছু পুরনো বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের বেতন সংশোধনও হবে।
এই প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মুনাফার ভিত্তিতে কর্মী ও অফিসারদের বেতনের একটি অংশ বৃদ্ধির নিয়ম চালু হচ্ছে। বেতন কত বৃদ্ধি হবে, তা নির্ভর করবে সেই ব্যাঙ্কের মুনাফার উপর। আর্থিক দাবিগুলি নিয়ে চুক্তি হয়েছে। এরপর সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি-সহ আরও কিছু বিষয় নিয়ে আইবিএর সঙ্গে আলোচনা হবে।