মৃত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ও চাকরি দেবে যোগী প্রশাসন

0
3

দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান সাংবাদিক বিক্রম যোশী। প্রকাশ্য রাস্তায় সাংবাদিককে গুলি চালানোর ঘটনায় রীতিমত তোলপাড় শুরু হয়েছে যোগী রাজ্যে। আর বুধবার মৃত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ প্রশাসন। এর পাশাপাশি ওই সাংবাদিকের স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়।

বিজয়নগরের এই সাংবাদিকের মৃত্যু নিয়ে সরব দেশের রাজনৈতিক মহলও। বুধবার রাহুল গান্ধি ট্যুইট করে একহাত নেন যোগী প্রশাসনকে। বলেন, গুন্ডারাজ চলছে উত্তরপ্রদেশে।

মঙ্গলবার অর্থাৎ ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
একাংশের ধারণা, ভাইঝির হেনস্থার প্রতিবাদ করার কারণেই এই সাংবাদিককে গুলি করা হয়েছে। প্রশ্ন উঠছে, ১৬ জুলাই ওই সাংবাদিক নিজে গিয়ে পুলিশকে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করার পরেও পুলিশ কেন ব্যবস্থা নিতে পারল না? গুলিচালনার পরে এখনও পর্যন্ত মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ছোটু, আকাশ ও রবি। এই তিনজনের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিলেন বিক্রম।