একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়, শপথ নিয়ে বললেন বিকাশ

0
1

একা কুম্ভ রক্ষা করে নকল বুঁদির গড়… রাজ্যসভায় শপথ নিয়ে একথাই বললেন সাংসদ, আইনজীবী বিকাশ ভট্টাচার্য। বললেন, সীতারাম ইয়েচুরির পর একমাত্র সিপিএম সাংসদ। লড়াই করব। লড়াই মানে তো ঢাল-তরোয়াল নিয়ে লড়াই নয়, আদর্শের লড়াই। চেষ্টা করব। বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোটের বিষয়ের মধ্যেও ইতিবাচক দেখছেন। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের বক্তব্য, ইতিবাচক হলো, এখন লড়াইয়ের ময়দানে বাম-কংগ্রেস জোটটা হচ্ছে। সময়, যতো এগোবে জোটে আরও মানুষ আসবেন বলেই আমার বিশ্বাস।