ফ্লাইওভারে ঘণ্টায় ২৯৯ কিমি বেগে বাইক চালানোর অপরাধে গ্রেফতার চালক

0
1

দ্রুত বেগে বাইক চালানোর নজির প্রায়শই দেখা যায়। একাধিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কোনও হেলদোল নেই। এই দুরন্ত গতির জেরে বহু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। দেশের প্রায় সব শহরেই এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তাতেও শিক্ষা হয়নি।

বেঙ্গালুরুতে সম্প্রতি এমন ঘটনাই দেখা গিয়েছে ৷ যেখানে বাইক নিয়ে ফ্লাইওভারে ঘণ্টায় ২৯৯ কিমি বেগে চালান এক ব্যক্তি ৷ সেই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টও করেন ওই ব্যক্তি৷ বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটি ফ্লাইওভারে বাইকের এমন গতি দেখে হকচকিয়ে যান অনেকেই। ভাইরাল হয় ওই ভিডিও। কিন্তু বিপদ বুঝে ওই ভিডিও ডিলিট করে দেন তিনি। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার সমস্যায় পড়েন বাইক চালক। পুলিশ গ্রেফতার করে ওই ব্যক্তিকে। বাজেয়াপ্ত করা হয়েছে তার বাইক।