মঙ্গলবার রাতে ভাইরাস সংক্রমণের পজেটিভ রিপোর্ট মিলল তৃণমূল বিধায়ক উদয়ন গুহর। কোচবিহার পুরসভা প্রশাসক ভূষণ সিং-এর দিনহাটার পুর প্রশাসক তথা বিধায়ক উদয়ন গুহও ভাইরাস আক্রান্ত।
গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা কোচবিহার জেলা জুড়ে।সংক্রমণের তালিকায় কোচবিহার জেলার দিনহাটা মহকুমা সবার আগে রয়েছে। বাদ পড়লেন না দিনহাটার বিধায়কও। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের সংক্রমণের কথা জানিয়েছেন উদয়ন গুহ। পরবর্তীতে জেলা প্রশাসন বিষয়টি স্বীকার করে নেন।
জেলা প্রশাসন সূত্রে খবর, বিধায়ক উপসর্গবিহীন। তবু তাঁর সম্পূর্ণ চিকিৎসা এবং তাঁর সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। শেষ রিপোর্ট অনুসারে, কোচবিহারে উদয়ন গুহ-সহ আরও 12 জনের শরীরে নতুন করে সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।































































































































