বিশিষ্ট সাংবাদিক রহিত বসুর জীবনাবসান হয়েছে। অকালপ্রয়াণ বলাই ভাল। বয়স ৬২। আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। উত্তরবঙ্গ সংবাদে কর্মরত রহিত শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরে আসেন। কিন্তু অসুস্থতা বাড়তে থাকে। দক্ষ সাংবাদিক রহিত একসময়ে আনন্দবাজার পত্রিকায় ছিলেন। রাজনৈতিক খবর মূলত করতেন। এরপর সারদা মিডিয়ার তারা নিউজে যোগ দেন। পরবর্তীকালে উত্তরবঙ্গ সংবাদে ছিলেন। তাঁর স্ত্রী ও কন্যা বর্তমান। ডঃ রহিত বসুর অকালপ্রয়াণে সাংবাদিকমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




























































































































