সাংবিধানিক সংকটের অভিযোগ তুলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজস্থানের স্পিকার

0
1

দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ নিয়ে আইনসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এই বিষয়ে হস্তক্ষেপের অধিকার হাইকোর্টের নেই। রাজস্থানের চলতি পরিস্থিতিতে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে সেই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করুক সুপ্রিম কোর্ট। বুধবার এই আর্জি নিয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করছেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। ফলে বিদ্রোহী পাইলট শিবিরকে নতুন করে চাপে ফেলতে ফের আর একটি আইনি লড়াই শুরু করছে রাজস্থানের কংগ্রেস সরকার।

এদিকে গতকালই রাজস্থান হাইকোর্টে কংগ্রেস বনাম কংগ্রেস আইনি যুদ্ধের শুনানি শেষ হয়েছে। তাতে কিছুটা স্বস্তি মিলেছে বিক্ষুব্ধ বিধায়কদের। কারণ শুক্রবার পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট। তিনদিন ধরে হাইকোর্টের শুনানিতে অংশ নেন বিদ্রোহী শচিন পাইলট শিবিরের আইনজীবী হরিশ সালভে ও মুকুল রোহতগি এবং রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশীর আইনজীবী অভিষেক মনু সিংভি। মঙ্গলবার শুনানি শেষ হওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা জানান, শুক্রবার এই মামলার রায় ঘোষণা হবে। তাই শুক্রবার পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনও ব্যবস্থা নিতে পারবেন না স্পিকার। হাইকোর্ট রায় দিতে অযথা দেরি করে স্পিকারের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করছে বলে মনে করছে রাজ্য সরকার। তাই সর্বোচ্চ অাদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত।